আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ পাঁচ দফা দাবীতে নীলফামারীর জলঢাকা উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মসজিদ ভিত্তিক শিক্ষক কল্যাণ পরিষদ জলঢাকা শাখার আয়োজনে আজ রবিবার (২৩ মার্চ) সকালে শহরের জিরোপয়েন্ট মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মসজিদ ভিত্তিক শিক্ষা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন পরিশোধ, প্রকল্প স্থায়ীকরণ, অসুস্থ বা অবসর গ্রহণ করলে এককালীন অর্থ প্রদান সহ পাঁচ দফা দাবি জানানো হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ফিল্ড সুপারভাইজার হেফাজুল ইসলাম, মডেল মসজিদের কেয়ারটেকার আব্দুল আজিজ, জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
জলঢাকা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ জানান, সারাদেশে ৭৩ হাজার ৭৬৮টি মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্র চালু আছে। এসব কেন্দ্রের মাধ্যমে সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর ছেলে-মেয়েরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে। কিন্তু ২০২৫ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করায় কেন্দ্রগুলো বন্ধের উপক্রম হয়েছে। সেইসঙ্গে তিন মাস ধরে শিক্ষকদের বেতন বন্ধ রয়েছে। মানববন্ধনে শিক্ষকরা তাদের দাবী মেনে নেওয়ার আহবান জানান।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.