প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২২, ৬:২২ অপরাহ্ণ
জরাজীর্ণ ভবনে চলছে নাগেশ্বরী সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম।

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। জরাজীর্ণ পুরাতন ভবনে চলছে নাগেশ্বরী সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম । অফিস চলাকালীন সময়ে ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তার এর অংশ, দেয়ালে দেখা দিয়েছে ফাটল। জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে । নাগেশ্বরী উপজেলায় গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা জমি ক্রেতা বিক্রেতা সবসময় ভবনের পলেস্তার ধসের কারণে বিব্রতকর অবস্থায় পড়ছে । নাগেশ্বরী সাব- রেজিষ্ট্রার শ্রী প্রফুল্ল চন্দ্র জানান, ভবনের অবস্থা খুবই খারাপ, মাঝে মাঝেই উপরের ছাদ থেকে পলেস্তার খসে পড়ে । প্রায়ই ছোট ছোট দুর্ঘটনা ঘটে চলছে। অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই সকল কর্মকর্তা ও কর্মচারী এবং দলিল করতে আসা সাধারন মানুষের কাজ করতে হচ্ছে।
এ ব্যাপারে নাগেশ্বরী সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সভাপতি- মোঃ আলী আজম ও সাধারণ সম্পাদক মোঃ সফিউল আলম শামীম জানান, দলিল লেখক ও সহকারী গন মাঝে মাঝেই ছোট খাটো দূর ঘটনার শিকার হচ্ছেন । দ্রুত নতুন একটি ভবন নির্মাণ জরুরি হয়ে পড়েছে । তাই ভবনের মেরামত করা অত্যন্ত জরুরি। অন্যথায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.