
জয়পুরহাটে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

মোঃআমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
জয়পুরহাটে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়িত আইপিএম কৌশলের মাধ্যমে ভুট্টা ফসলের ক্লাস্টার প্রদর্শনী’র ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
১০-০৪-২৫ইং বেলা ১১ ঘটিকায় অত্র উপজেলার ভাদসা ইউনিয়নের হরিপুর ব্লকের মালয়পুর গ্রামে প্রায় ৫০ জন কৃষক কৃষানিদের নিয়ে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব রাফসিয়া জাহান এর পক্ষে থেকে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মোঃ মাসুদ পারভেজ।
অতিরিক্ত কৃষি অফিসার,জয়পুরহাট সদর।তিনি ভুট্টা আবাদের বিভিন্ন টেকনোলজির বিষয়ে কৃষক কৃষানিদের সঙ্গে ব্যাপক আলোচনা করেন। প্রদর্শনীর কৃষক মোঃ সাবু হোসেন ও মোঃ দেলুয়ার হোসেন বলেন ভুট্টা আবাদের বিষয়ে বিভিন্ন অভিজ্ঞতার কথা সকলের মাঝে বিনিময় করেন ।এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব অমল চন্দ্র মন্ডল এবং অত্র ব্লকের উপসহকারি কৃষি অফিসার জনাব মোঃ ইনসান আলী সহ আরও অনেকেই উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন।