নিজস্ব সংবাদদাতা: নাসিক ২৪ নং ওয়ার্ড নবীগঞ্জে মদিনা অটোরিক্সা ও সিএনজি গ্যারেজ থেকে ব্যাটারী ও চার্জার চুরির প্রতিবাদ করায় সায়মন(১৪) নামে এক বুদ্ধি প্রতিবন্ধীকে নৃশংসভাবে কুপিয়েছে স্থানীয় উঠতি সন্ত্রাসী প্রান্ত ও তার সাঙ্গ-পাঙ্গরা। ৪জুন শনিবার রাতে নবীগঞ্জ এস আই রোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত সায়মনকে গুরুতর অবস্থায় প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আহতের পারিবারিক সূত্র জানায়, নবীগঞ্জ অলিম্পিয়া এলাকার কেটু মিয়ার ছেলে প্রান্ত গত ৩জুন শুক্রবার বিকেল ৫টায় পার্শ্ববর্তী ইসলামবাগ এলাকার উজ্জল হোসেনের মালিকানা মদিনা অটো-সিএনজি গ্যারেজ থেকে ব্যাটারী চার্জার চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানার পর উজ্জলের ভাগিনা কাশেমের ছেলে সায়মন (১৪) প্রতিবাদ করেন। এর জের ধরে ৪জুন রাতে বুদ্ধিপ্রতিবন্ধী সায়মন নারায়ণগঞ্জ শহরের কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়। রাত পৌণে ৯টার সময় নবীগঞ্জ বাজার এলাকায় পৌঁছলে এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা কিশোর গ্যাংয়ের লিডার মাদক বিক্রয়কারী সন্ত্রাসী প্রান্ত(২৪)সহ তার ৩/৪সহযোগী গতিরোধ করে। আতœরক্ষার্থে সায়মন পালানোর চেষ্টা করলেও সন্ত্রাসী প্রান্ত গং অস্ত্রের মুখে জিম্মি করে সায়মনকে তুলে নিয়ে যায় এবং বলে তোরে আজকে জানে মেরে ফেলবো পারলে তোর মামা তোকে বাঁচাক দেখি। একথা বলেই ধারালো ছুরি দিয়ে সায়মনের পেটের বাম পাশ পোচ মারিলে গুরুতর কাটা জখম করে। সায়মন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে চিৎকার করলে ২ নং আসামি মেরে ফেল একথা বলেই ফের ছুরি দিয়ে পোচ মারে। এ সময় নিজেকে রক্ষার্থে সায়মন বা হাত দিয়ে ঠেকাতে গেলে ওই হাতে পোচ লেগে গুরুতর জখম হন। সায়মনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অবস্থা বেগতিক বুঝে হামলাকারীরা দ্রæত সটকে পড়ে। এ ব্যাপারে সায়মনের মামা উজ্জ্বল হোসেন বাদী হয়ে প্রান্তসহ ৩জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত সায়মনের আশংকা কাটেনি।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.