প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২২, ৬:৪৬ অপরাহ্ণ
চীনে ভবন ধসে মৃত্যু ৫৩

চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের রাজধানী চাংশায় একটি ভবন ধসে ৫৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মে) চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।
গত ২৯ এপ্রিল চাংশায় আট তলার একটি ভবন ধসে ধসে পড়ে। ভবন ধসের পর উদ্ধার তৎপরতা শুরু করে হুনানের ফায়ার সার্ভিস বাহিনী।
এক সপ্তাহের উদ্ধারকার্য শেষে এখন পর্যন্ত ৫৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন ব্যক্তিকে ১৩২ ঘন্টা ধবংসস্তুপে চাপা পড়ার পরে জীবিত উদ্ধার করা হয়েছে। ভবনটি ভেঙে পড়ার বিষয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
অতীতে চীনে ভবন ধসের অনেক ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে দুর্বল অবকাঠামো এবং স্থানীয় কর্মকর্তাদের দুর্নীতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.