শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

চিরিরবন্দরের বিশ্বনাথপুরে সুগন্ধীধান ব্রি-৫০ জাতের কৃষক মাঠ দিবস

চিরিরবন্দরের বিশ্বনাথপুরে সুগন্ধীধান ব্রি-৫০ জাতের কৃষক মাঠ দিবস

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বে-সরকারী উন্নয়ন সংস্থ্যা গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উচ্চমূল্যের সুগন্ধী ধান ব্রি-৫০ জাতের উৎপাদন ও প্রক্রিয়াজাত করণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি করণ শীর্ষক ভ্যালু চেইন প্রকল্পের আওতায় চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এক মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তা জনাবা জোহরা সুলতানা, সংশ্লিষ্ট প্রকল্প সমন্বয়কারী জনাব আউয়াল সরকার, এসইপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ সাজিদুর রহমান, সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলেটেটর মোঃ সোহেল রানা ও মোঃ আলী সিদ্দিক।

উল্লেখ্য, ওই এলাকার কৃষক মুসফিকুর রহমানের জমিতে উচ্চমূল্যের সুগন্ধীধান ব্রি-৫০ জাতের ধানের চাষ প্রদর্শনী করা হয়। উন্নত ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে ৩৩ শতক জমি থেকে প্রায় ২৮ মন ধানের ফলন পাওয়া যায়। স্বল্প খরচে উচ্চমূল্যের এ ধানের বেশি ফলন পাওয়ায় সুগন্ধীধান ব্রি-৫০ জাত চাষে উপস্থিত প্রায় ২০০ কৃষকগণ উদ্বুদ্ধ হয়ে পরবর্তী মৌসুমে এ জাতের ধান করার আশাবাদ ব্যক্ত করেন।

১৮ বার ভিউ হয়েছে
0Shares