প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২২, ৫:৩৬ অপরাহ্ণ
চা শিল্পের অংশীজনদের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময় সভা

জুলহাস উদ্দীন তেঁতুলিয়ায় উপজেলা প্রতিনিধি : তেঁতুলিয়ায় চা শিল্পের অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ডাকবাংলো পিকনিক কর্ণারের বেরঙ কমপ্লেক্সে বাংলাদেশ টি বোর্ডের আয়োজনে উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। মতবিনিময় সভার শুরুতে বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীম আল মামুন মাল্টি প্রজেক্টরের মাধ্যমে দুটি পাতা একটি কুঁড়ি’ মোবাইল অ্যাপের উপর প্রেজেন্টেশন করে পঞ্চগড়ের চা শিল্পের চিত্র তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, চা চাষি মোখলেসুর রহমান, আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, মডার্ন টি ফ্যাক্টরির এমডি নিয়াজ চিশতি ও নর্থ বেঙ্গল সবুজ এগ্রোর শাহিরুল ইসলাম চৌধুরী প্রমুখ। এছাড়াও ওই সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিকসহ ক্ষুদ্র চা চাষি সংগঠন, টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় চা বাগানের মালিকরা বর্তমানে পঞ্চগড়ে চা পাতার দাম না থাকায় ব্যাপক লোকসানের সম্মুখিন হওয়ার বিষয়সহ সৃষ্ট সমস্যাদি তুলে ধরলে প্রধান অতিথি পঞ্চগড়ের চা চাষিদের বর্তমানের দুর্দশার কথা শুনেন এবং বিষয়টি নিয়ে অচিরেই সুরাহা করার আশ্বাস দেন। সেই সাথে তিনি পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্র গড়ার দাবি জোরদার করতে বলেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.