শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

চাটখিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু,আহত-১

চাটখিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু,আহত-১

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ তুষার (২৫) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় মোঃ হাসান (২৭) নামে আরো এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। গতকাল রোববার (৮ মে) রাত ৯টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলায় সোবহানপুর এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত তুষার চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের কাদের হোসেনের ছেলে।

স্থানীয় স‚ত্রে জানা যায়, রোববার রাত পৌনে ৯টার দিকে তুষার ও তার বন্ধু হাসান চাটখিল থেকে ল²ীপুরের দত্তপাড়া নামক স্থানে যাওয়ার পথে চাটখিলের সোবহানপুর এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। ওই সময় মোটরসাইকেল থাকা হাসানও গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত হাসান কে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে তুষার ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS