করোনার দুই বছর পর পুরোদমে এবার ঈদ উদযাপিত হতে যাচ্ছে। তাই সব ক্ষেত্রেই বিপুল আয়োজন দেখা যাচ্ছে। বিশেষ করে শোবিজ জগতের মানুষেরা নতুন নতুন কাজ নিয়ে প্রস্তুত দর্শকদের ঈদকে আরও আনন্দময় করতে।
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভও তার ভক্তদের কথা মাথায় রেখে হাজির হচ্ছেন ধুম ধাড়াক্কা গান নিয়ে। এই ঈদে তার মূল চমক ‘রূপ নগরের রানী’। মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশিত হবে চাঁদরাতে। এই গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কাজী শুভর সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। চমক হিসেবে থাকছে তরুণ সংগীতশিল্পী সামজ ভাইয়ের র্যাপ। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন পাভেল মাহমুদ জয়। এতে মডেল হয়েছেন সুপ্ত ও মম। ভিডিও কোরিওগ্রাফার হিসেব আছেন রোহান ও বেলাল।
নতুন এই গান নিয়ে কাজী শুভ বলেন, “জীবন ভাইয়ের কথায় ধুমধাড়াক্কা স্টাইলে আগেও একটি গান করেছিলাম। ‘মেলা থেকে বউ এনে দে’ শিরোনামের ওই গান সবাই দারুণভাবে গ্রহণ করেছিল। এবার আরও বড় পরিসরে গান করেছি। সঙ্গে সামজ-এর র্যাপ। আশা করছি ঈদের খুশিতে এই গান ভিন্ন মাত্রা যোগ করবে।” প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস-এর ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.