প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৮:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২২, ৭:৫১ অপরাহ্ণ
চাঁদপুরে সাংবাদিকদের ওপর বিএনপির নেতা হান্নানের হামলা

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা করেন চাঁদপুর জেলা বিএনপির নেতা মো. আবদুল হান্নান। বুধবার (১১ মে) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে সময় সংবাদের প্রতিবেদককে হেনস্তা ও ক্যামেরা ভেঙ্গে ফেলার হুমকি দেন আবদুল হান্নান ও তার গ্রুপ।
এদিন সকালে চাঁদপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতারা দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বেরিয়ে গেলে পেছন দিক দিয়ে আসেন আবদুল হান্নান ও তার ২০ থেকে ২৫জন অনুসারী। এ সময় আগের কমিটির নেতাদের শ্রদ্ধা নিবেদনের ফুল দিয়েই তারা ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়েন। এক পর্যায়ে বৃষ্টির কারণে ছাউনিতে দাঁড়িয়ে থাকার সময় সংবাদের প্রতিবেদক আহমেদ সালেহীন ও চিত্রগ্রাহক রতনকে চিত্রগ্রহণের নির্দেশ দিতে থাকেন তারা। এ সময় তাদের ব্যবহারের বিষয়ে আপত্তি জনালে শুরু হয় তর্ক-বিতর্ক। এক পর্যায়ে গায়ে হাত তোলার চেষ্টা এবং ক্যামেরা ভেঙ্গে ফেলার হুমকি দেয় আবদুল হান্নান।
এ সময় নানাভাবে হেনস্তার পাশাপাশি আবদুল হান্নান ও তার অনুসারীরা গালাগাল করতে থাকে সময়ের প্রতিবেদক ও চিত্রগ্রাহককে। এ ঘটনার প্রতিবাদ জানালে উল্টো প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দেন তারা।
গণমাধ্যম কর্মীর ওপর হামলার ঘটনায় কেদ্রীয় বিএনপি আবদুল হান্নানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও আশ্বস্ত করেছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.