
চট্টগ্রামে নুরুল হক সিকদারের জানাজায় অশ্রুসিক্ত শহস্র জনতার ঢল

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বিশিষ্ট জমিদার, দানবীর পূর্ব বড়ঘোনার মরহুম হাজী আব্দুস সালামের ৬ষ্ট পূত্র এবং গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা শিহাব-উর-সিকদারের পিতা প্রবীন আওয়ামী লীগ নেতা নুরুল হক সিকদারের জানাজায়জানাজায় অশ্রুসিক্ত হাজারো জনতার ঢল নেমেছিল। ঈদের অানন্দোৎসব পরিনত হয়েছিল করুন বিষাদে। দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহনে মরহুম সিকদারের জানাজা পরিনত হয়েছিল স্মরনকালের বৃহৎ জানাজায়।
৪ মে’২২ ইং বুধবার বিকাল ৩ টার সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের পুর্ব বড়ঘোনার মরহুম হাজী আব্দুস সালাম জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাযায় দল-মত নির্বিশেষে হাজারো জনতার সাথে অংশগ্রহন করেন, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শামসুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা অধ্যাপক নুরুল মোস্তফা সংগ্রাম, ইউপি চেয়ারম্যান অালহাজ্ব লেয়াকত আলী, চাম্বল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, গন্ডামারা ইউপি’র সাবেক চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আরিফ উল্লাহ, চট্টগ্রাম সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের জি,এস জাহেদুল হক চৌধুরী মার্শাল, আওয়ামীলীগ নেতা এম,এ মালেক মানিক, চট্টগ্রাম দক্ষিন জেলা জাসাস নেতা মাহফুজুর রহমান, আওয়ামী লীগ নেতা আবু সালেক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সাকিব, দক্ষিন জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাইমুদ্দিন মাহাফুজ সহ আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মিরা।
জানাজা পুর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় বিভিন্ন বক্তারা মরহুম নুরুল হক সিকদারের জিবদ্দশায় সততা, ন্যায়পরায়নতা, নির্লোভ, নিরহংকার, সদালাপী সহজ-সরল মানুষের মানবিক গুনাবলী ও আর্ত-মানবতার কথা উল্লেখ করে অশ্রুসিক্ত নয়নে মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন।
মরহুম নুরুল হক সিকদার দির্ঘদিনের কঠিন কোন দূরারোগ্য ব্যধি নয়, হঠাৎ হৃৎপিন্ডের ক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়ার পর সপ্তাখানেকের মধ্যে অনেকটা সুস্থ হয়ে উঠিছিল, কিন্তু ১ মে’২২ ইং হঠাৎ পরিস্থিতির অবনতি হলে তাঁকে দ্রুত আইসিইউ’তে নেওয়া হয়, সেখানে প্রায় ৩৬ ঘন্টা লাইফ সাপোর্টে থাকার পর অবশেষে ৩ মে’২২ ইং, রবিবার রাত ৯.১৫ টায় চট্টগ্রাম শহরস্থ ম্যাক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রবীন এই আওয়ামী লীগ নেতাকে মৃত ঘোষনা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিওন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জীবদ্দশায় যিনি জমিদারিত্বের পাশাপাশি মানুষের কল্যাণে আজিবন কাজ করে এলাকার মানুষের মনে অম্লান হয়ে আছেন। মরহুম নুরুল হক সিকদার তাঁর বাবার প্রতিষ্ঠিত হাজী আব্দুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আব্দুস সালাম সিকদার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি এলাকার মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাঙ্গনে তার অবাধ বিচরণ ছিল। মরহুম নুরুল হক সিকদার ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের একজন নিঁখাদ ও নির্লোভ ব্যক্তিত্ব।
২৩ বার ভিউ হয়েছে