
ঘোলা পানিতে কাউকে মাছ শিকার করতে দেওয়া হবে না পুলিশ সুপার জয়পুরহাট

আক্কেলপুর (জয়পুরহাট)প্রতিনিধিঃ ‘ঘোলা পানিতে কাউকে মাছ শিকার করতে দেওয়া হবে না এবং মাদকের বিষয়ে কোন ছাড় নয়। যদি কোন পুলিশ সদস্যও মাদকের সাথে সম্পৃক্ত থাকে প্রমাণ পেলে সাথে সাথে তাকে চাকুরীচ্যুত করা হবে বলে হুশিয়ারী করেন জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা। তিনি বৃহস্পতিবার সন্ধায় আক্কেলপুর থানা চত্বরে ওপেন হাউস ডে ও ইফতার মাহফিলে উপরোক্ত কথা গুলো বলেন।
বৃহস্পতিবার সন্ধায় অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমানের সভাপতিত্বে থানা পুলিশের আয়োজনে জনসাধারণের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের উন্মুক্ত মতবিনিময় করার লক্ষ্যে “ওপেন হাউজ ডে ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোসফেকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল), ইশতিয়াক আলম, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ,
উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, থানার সকল অফিসার ও ফোর্সসহ সর্বস্তরের জনসাধারণ। অনুষ্ঠানে পুলিশ সুপা থানা এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন এবং পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।