আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘ ১৩ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনরা মধ্য দিয়ে পরগানা পরিশদের আদিবাসী উন্নয়ন সংস্থার পাঁচ বছর মেয়াদী নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হযয়েছে। শনিবার (৫এপ্রিল) উপজেলার চারটি ভোট কেেেদ্্র একযোগে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা প্রায় ১৫ হাজার। চারটি কেন্দ্রে মোট ভোট কাস্ট ৩৫৩৮ টি। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান নির্বাচন কমিশনার মাইকেল টুডুর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন, সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে গরুর গাড়ী প্রতীকে লুইস মুরমু ১১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সুবাস মার্ডি হারমোনিয়াম প্রতীকে ভোট পেযয়েছেন ১১২৮ টি। সাধারণ সম্পাদক পদে মাইকেল হেমরম পাঞ্চি শাড়ী প্রতীকে ২১৭২ ভোট পেযয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রিপন বেসরা মাদল প্রতীকে ভোট পেয়েছেন ১১৯৬ টি ও কোষাধ্যক্ষ পদে মাইকেল মার্ডি কোদাল প্রতীকে ১৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জুয়েল টুডু কাঁসা লোটা প্রতীকে ভোট পেয়েছেন ১৬৫৩ টি। ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন, নির্বাচনের দায়িত্বে থাকা, সহকারী নির্বাচন কমিশনার মিখাইল মার্ডি,অনিল মার্ডী, আলোইশিউস হাঁসদা সহ অনেকে। এর আগে নির্বাচনে তিনটি পদে আদিবাসী ভোটারা উপজেলার ওসমানপুর উচ্চ বিদ্যালয়, কানাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলোওয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবিরের পাড়া সেন্ট মেরি ভিয়ান্নী উচ্চ বিদ্যালয়ে তারা তাদের ভোট অধিকার প্রয়োগ করেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.