
ঘোড়াঘাটে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৩

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৩ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার। এসময় দেখা যায়, পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নিয়ম মেনে যথাসময়ে কেন্দ্রে পৌঁছায়। পরীক্ষার শুরুতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে স্বস্তি দেখা গেছে। এদিকে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৫টি কেন্দ্রে ২ হাজার ৩’শ ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা। পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৩’শ ৬ জন। অনুপস্থিত থাকে ৩৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ঘোড়াঘাট কৈলাশ চন্দ্র পাইলট স্কুল এন্ড কলেজে ৭ জন, রাণীগঞ্জ সরকারী দ্বিমুখী স্কুল এন্ড কলেজে ৬ জন, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ জন, নূরজাহানপুর অবসরপ্রাপ্ত সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ে (ভোকেশনাল) ৫ জন, রামেশ্বরপুর দারুলহুদা ফাজিল মাদ্রাসায় (দাখিল) ১২ জন রয়েছে। কোন বহিষ্কার নেই। বোর্ডের নতুন সংশোধিত রুটিন অনুযায়ী আজ ১০ এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু আর পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তত্ত¡ীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।