আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে দিন দিন ব্যাটারিচালিত ও রিকশার দখলে চলে যাচ্ছে। নির্ধারিত স্ট্যান্ডের অভাবে উপজেলার আজাদমোড়, গুচ্ছগ্রাম, রানীগঞ্জ ও হরিপাড়া বাজারের মহাসড়কজুড়ে এসব যানবাহনের বিশৃঙ্খল চলাচল বাড়ছে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, বাড়ছে দুর্ঘটনা ও সাধারণ মানুষের দুর্ভোগ।
সোমবার (২৪শে মার্চ) সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের দুই পাশে ব্যাটারিচালিত যানবাহনের অবৈধ পার্কিং এবং এলোমেলোভাবে যাত্রী ওঠানামার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রানীগঞ্জ বাজার এলাকায় কোনো নিয়ম-কানুন ছাড়াই বেপরোয়া গতিতে প্রতিযোগিতা করছে এসব যানবাহন। অধিকাংশ চালক কম বয়সী ও অদক্ষ, যাদের নেই কোনো প্রশিক্ষণ বা লাইসেন্স। ফলে ট্রাফিক আইন অমান্য করেই চলছে যানবাহন, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম বলেন, "আমি রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বাইসাইকেলে কলেজে আসার পথে ইতোমধ্যে তিনবার অটোভ্যানের সঙ্গে দুর্ঘটনার শিকার হয়েছি।” অভিভাবক সাইফুল ইসলাম জানান, “মেয়েকে স্কুলে পৌঁছে দিতে এবং আনতে হয়, কারণ এসব ব্যাটারিচালিত যানবাহন বেপরোয়া ও বিপজ্জনক। বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।" স্থানীয় ব্যবসায়ী দেবাশীষ বিশ্বাস বলেন, "রাস্তা দখল করে রাখা ব্যাটারিচালিত যানবাহনের কারণে এরই মধ্যে দু'বার আমার দোকানে দুর্ঘটনা ঘটেছে। পর্যাপ্ত জায়গা না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রলি দোকানে ঢুকে যায়।”অন্যদিকে, ব্যাটারিচালিত যানবাহন চালকরা দাবি করেন, তাদের নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়েই মহাসড়কে অবস্থান নিতে হচ্ছে। তারা দ্রæত স্ট্যান্ড নির্ধারণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, "এসব চালকরা মূলত নিয়ম-কানুন সম্পর্কে সচেতন নয় এবং কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই যান চালাচ্ছে। এর ফলে দুর্ঘটনা বাড়ছে। প্রশাসন বিষয়টি নিয়ে তৎপর রয়েছে এবং দ্রæত সময়ের মধ্যে বিশেষ অভিযান পরিচালিত হবে।" সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.