শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

গড়েয়া ডিগ্রি কলেজের নতুন ৫ তলা একাডেমিক ভবনের ভিত্তির কাজের শুভ উদ্বোধন

গড়েয়া ডিগ্রি কলেজের নতুন ৫ তলা একাডেমিক ভবনের ভিত্তির কাজের শুভ উদ্বোধন

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজের নতুন ৫ তলা একাডেমিক ভবনের ভিত্তির কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গড়েয়া ডিগ্রি কলেজে সন্মানিত সভাপতি অ্যাডঃ আ স ম গোলাম ফারুক রুবেল।
(৩১ মে মঙ্গলবার) সকাল ১০ টায় নতুন একাডেমিক ভবনের ভিত্তির  কাজের  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গড়েয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলাল। গড়েয়া ডিগ্রি কলেজ মাঠের অডিটোরিয়াম হল রুমের সামনে নতুন পাঁচ  তলা একাডেমিক  ভবনের কাজের  উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গড়েয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব সাইফুর রহমান। ,গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাবিন্দ্র নাথ মোদক।
এছাড়াও গভর্নিং বডির সদস্য ও অত্র কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক এবং কর্মচারী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভবনটি নির্মিত হলে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উন্নত পরিবেশে লেখা পড়ার সুযোগ পাবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পাঠ করেন অত্র কলেজ মসজিদের পেশ ইমাম।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS