গোলাপগঞ্জ প্রতিনিধি: শুক্রবার বিকেল সাড়ে ৫টায় পৌর শহরে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, জেলা আওয়ামীলীগ সদস্য সৈয়দ মিছবা উদ্দিন, নৌকার প্রার্থী সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট মনসুর রশীদ, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিষ্টার বদরুল ইসলাম শুয়েব, ফুলবাড়ী ইউপির চেয়ারম্যান আব্দুল হানিফ খান, আমুড়া ইউপির চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু সহ উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ বাজার মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা জামিল আহমদ।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.