
গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের জন্য প্রস্থাবিত ভূমি হস্থান্তর

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের জন্য প্রস্থাবিত ভূমি হস্থান্তর করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির নগর গ্রামের আকদ্দছ আলীর চার পুত্র হাজী ছেরাগ উদ্দিন মানিক মিয়া, হাজী মোঃ সামছুদ্দিন, হাজী নূর উদ্দিন সানু মিয়া ও মরহুম হাজী ছালিক উদ্দিন ইউনিয়নে প্রস্থাবিত ভূমি অফিসের জন্য তার নিজ বাড়ি থেকে ১০ শতাংশ জমি দান করেন। এসময় প্রশাসনের পক্ষ থেকে দানকৃত জমি গ্রহন করেন তহসিলদার শফিকুর রহমান।
এসময় উপাস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয় সম্পাদক সাব উদ্দিন আহমদ, ইসলাম উদ্দিম, ঢাকাদক্ষিণ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান সদস্য আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগ নেতা এনামুল হক চৌধুরী, বিশিষ্ট মুরব্বী এম এ মুনিম, জাবেদ আহমদ, রিয়াজ উদ্দিন (স্টাম্প ভেন্ডার), আব্দুল মোহাইমিন সুন্নাহ্, আব্দুল আজিজ মজনু মিয়া, সুমন আহমদ।
পরে উপজেলা প্রশাসক কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি মান্নানের কাছে পরিবারের পক্ষ থেকে পুনরায় দলিল হস্থান্তর করা হয়।