মঙ্গলবার- ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

গোবিন্দগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

গোবিন্দগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকালে গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে এ ফুটবল টুর্নামে›েরট উদ্বোধণ করেন গাইবান্ধা-৪,আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মো: মনোয়োর হোসেন চৌধুরী। প্রধান অতিথি প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুুল লতিফ প্রধান। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি,থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানাসহ ১৭ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থা সাংগঠনিক সম্পাদক দীপক কর। উদ্বোধনী খেলায় নিধারিত সময়ে দুই দুই গোলে সমতা থাকাই কাটাবাড়ী ইউনিয়ন ফুটবল দল ট্রাই ব্রেকারে ০৫-০৪ গোলে দরবস্ত্র ইউনিয়ন ফুটবল দল একাদশ হারিয়ে বিজয়ী হয়।

উল্লেখ্য এ ফুটবল টুর্নামেন্টে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১৮ দল অংশ নেবেন।

১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS