
গোবিন্দগঞ্জে ৩টি বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন চৌধুরী

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এই ভবনগুলির উদ্বোধন করেন। বিদ্যালয় গুলি হলো উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মাহমুদবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, কামারদহ ইউনিয়নের মোঘলটুলী বালিকা উচ্চ বিদ্যালয় ও ফাঁসিতলা উচ্চ বিদ্যালয়। শিক্ষা প্রকৌশল আধিদপ্তর সাপ্রতি এই বিদ্যালয় ভবন গুলির নির্মাণ কাজ সম্পন্ন করে ।
এ উপলক্ষে মাহমুদবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ এবং সহকারী শিক্ষক জাকিউর রহমানের সঞ্চালনায় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধার সহকারী প্রকৌশলী আশিষ কুমার গুহ, কাটাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজার রহমান, এমপি’র এপিএস খায়রুল ইসলাম প্রমূখ। এর আগে প্রধান অতিথি নামফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়ের এই ভবন গুলির উদ্বোধন করেন।