গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধে দিন মজুর ভ্যানচালক মোঃ শামীম মিয়া ও তার ভগ্নিপতি মিন্টু মিয়াকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় হয়রানীর প্রতিবাদে গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ শামীম মিয়া।
লিখিত বক্তব্য পাঠকালে শামীম বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামে প্রায় দুই যুগ থেকে ৮ শতাংশ জমি নিয়ে তার চাচা রেজাউল ও শাহ আলমের সাথে বিরোধ চলে আসছিল । তার চাচারা জোর করে ৮শতাংশ জমি জবর দখল করার চেষ্টা করে আসছিল । ওই জমি নিয়ে আদালতে মামলা হলে সে রায় পায়। রায় পাওয়ার পর তার চাচাদের জমি দখলমুক্ত করতে বললে তারা চাচারা তার পরিবারের লোকজনদের উপরে হামলা চালানোর চেষ্টা করে সে সময় গ্রামবাসী বাধা দিলে তারা জীবন নাশের হুমকী দিয়ে চলে যায়। এর দুইদিন পর তার প্রতিপক্ষ চাচারা আবারো হামলা চালিয়ে তাদের ঘর-বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। সেই সাথে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার হুমকী দিয়ে যায়। শামীম বলেন, এঘটনায় তারা একটি মামলা দায়ের করেন যা বর্তমানে পিবিআইয়ের নিকট তদন্তাদীন রয়েছে। মামলা দায়েরের পর তার চাচারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে তার চাচারা ষড়যন্ত্র করে তাকে ও ভগ্নিপতি মিন্টু মিয়ার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলায় জড়িয়ে দেয়া হয়। অথচ তারা কখনোই কিম্বা কোন অবস্থাতেই কোন ধরণের রাজনীতির সাথে জড়িত নন। অথচ তাদের গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। শামীম বলেন আমরা খুব অসহায় । প্রতিনিয়ত আমাদেরকে পুলিশ দিয়ে গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে। এতে করে আমরা মানবেতর জীবন যাপন করছি। শামীম আরো বলেন, আমরা নিরীহ মানুষ জমি নিয়ে বিরোধের বিষয়টি আদালতেই মিমাংসা হয়ে গেছে । আমরা রায় পাওয়ার পরেও জমি ফেরত না দিয়ে তাদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা দেয়া হয়েছে। শামীমের দাবী সঠিক তদন্তের মাধ্যমে তাদের ন্যায্য জমি ফেরত পাওয়া সহ হয়রানি মূলক মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।#
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.