
গোবিন্দগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে অগ্রগতি ও অংশীজনের করণীয় শীর্ষক সেমিনার

গাইবান্ধা প্রতিনিধি: গোবিন্দগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে অগ্রগতি ও অংশীজনের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মানোয়ার হোসেন চৌধুরী। গতকাল রবিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান। উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে অগ্রগতি ও অংশীজনের করণীয় শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন ও সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল। এতে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক ফজলুল হক, সহকারী উপ পরিচালক কামরুল হাসান সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, জিটিভি’র জেলা প্রতিনিধি গোপাল মোহন্ত, চ্যানেল-আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, মোহনা টিভি’র প্রতিনিধি রাসেল কবির প্রমূখ। সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন। এরপর আগে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।