মঙ্গলবার- ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

গোবিন্দগঞ্জে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে আলেম-ওলামাগণের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

গোবিন্দগঞ্জে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে আলেম-ওলামাগণের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি : উপজেলা পর্যায়ে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে আলেম-ওলামাগণের করণীয় শীর্ষক মতবিনিময় সভা এবং ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজক ইসলামিক ফাউন্ডেশন, গাইবান্ধা।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন, গাইবান্ধার উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বুলবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ হোসাইন, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের এফএস আনোয়ারুল ইসলাম প্রমূখ।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS