গাইবান্ধা প্রতিনিধি: মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ের জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে গত ২৫ এপ্রিল দুপুর ১২ টায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন।
উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী মন্ডল,সাংবাদিক শ্যামলেন্দু মহন রায় জিবু,ফারুক হোসেন,মোয়াজ্জেম হোসেনসহ নেতৃবৃন্দ। মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ের উপজেলায় ২৪৫ জমি ও গৃহ হস্তান্তর করা হবে। অবশিষ্ট ১৩৫ টি গৃহ আগমী জুনে হস্তান্তর করা হবে। এর মধ্যদিয়ে ১৭ একর খাস জমি বন্দেবস্ত দেওয়া হবে। প্রতিটি ঘরের সাথে ২ শতক জমির দলিল হস্তান্তর করা হবে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.