শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

গোবিন্দগঞ্জে দূরপাল্লার চালক ও হেলপারদের জন্য রিফ্রেশ ক্যাম্প উদ্বোধন

গোবিন্দগঞ্জে দূরপাল্লার চালক ও হেলপারদের জন্য রিফ্রেশ ক্যাম্প উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি : আসন্ন ঈদে যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরা এবং সড়ক ও মহাসড়কে দূর্ঘটনারোধে দূরপাল্লার চালক ও হেলপারদের জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিফ্রেশ ক্যাম্প চালু করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে শহরের পান্থাপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

“কখনও না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানোই শ্রেয়” প্রতিপাদ্যে রিফ্রেশ ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এবং গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, জেলা ট্রাফিক ইনচার্জ আব্দুন নূর, গোবিন্দগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র শ্রী রিমন তালুকদার, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নূরুন্নবী, বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বীরু,উপজেলা নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা, রাজাহার ইউনিয়ন আওয়ামীরীগের সাধারণ সম্পাদক শিবলু,গুমানীগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা আজমল হোসেন প্রমূখ। পরে চালক ও হেলপারদের সাথে সচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালানো হয়।

১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS