
গোবিন্দগঞ্জে অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোজাম্মেলহক (৩৫) নামের এক অটো রিক্সাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা গ্রামের আব্দুল কাদেরের পুত্র। বুধবার (২৭ এপ্রিল) সকালে খবর পেয়ে পুলিশ গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বামনকুড়ি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজারউদ্দীন জানান, মোজাম্মেল দীর্ঘদিন যাবত গোবিন্দগঞ্জ পৌরএলাকার প্রধানপাড়ায় তার স্ত্রী-সন্তানসহ ভাড়ার বাসায় থেকে অটোররিক্সা চালাত। ধারণা করা হচ্ছে ব্যাটারীচালিত অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্যেশ্যে গতরাতের কোন এক সময় যাত্রী বেশী ছিনতাইকারী তার গলায় ধারাল অস্ত্রের আঘাত করে অটোরিক্সা নিয়েপালিয়ে যায়। গলার বেশীরভাগ অংশ কেটে যাওয়ায় ঘটনাস্থলেই মোজাম্মেল হকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরপ্রক্রিয়া চলছে।