ইসাহাক আলী, নাটোর. ২৮ জুলাই- নাটোরের গুরুদাসপুরে এক কৃষকের বসত ঘরের মেঝে খুড়ে বের করা হয়েছে ২৪টি বাচ্চা সহ মা গোখড়া। তবে কোদালের আঘাত ও গণ পিটুনিতে মারা গেছে সবগুলো সাপ।
গুরুদাসপুর পৌর এলাকার আনন্দনগর মহল্লার কৃষক সৈয়দ আলী জানান,মঙ্গলবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তার মেয়েকে সাপে কাটে। ওঝার মাধ্যমে চিকিৎসা করার পর ঘরের মেঝেতে সাপের অস্বিত্ব টের পান তিনি। পরে বুধবার সন্ধ্যার দিকে সাপের সন্ধানে কোদাল দিয়ে মেঝে খুড়তে খুড়তে একে একে ২৪টি গোখরা সাপের বাচ্চা পাওয়া যায়। তবে কাদালের আঘাতে সবগুলো মারা যায়। এর পর মা সাপ বের হয়ে এলে ভয়ে গণপিটুনি দিয়ে সেটিকে মেরে ফেলে স্থানীয় লোকজন। পরে মৃত সাপগুলো মাটি চাপা দেয়া হয়। সাপ না মেরে সেগুলোকে চলে যেতে দেয়া অথবা বন বিভাগকে জানানোর পরামর্শ দিয়েছেন পরিবেশ কর্মি নাজমুল হাসান।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.