
গাইবান্ধায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত

প্রতিনিধি,গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় আহসান হাবীব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আহসান সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের ফকিরটারী এলাকার আঞ্জু ডাক্টারের ছেলে।
মঙ্গলবার (৩ মে) দুপুর ১২টার দিকে দারিয়াপুর-গাইবান্ধা উপ-মহাসড়কের পোক্তর মোটর সাইকেল ম্যাকানিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি দ্রুত গতিতে মোটর নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এমন সময় মোটর সাইকেলের চাকা স্লিপ করে রাস্তায় লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
বিষয়টি নিয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা বিষয়টি জানি না। আপনার মাধ্যমে জানতে পারলাম। খোজ খবর নিচ্ছি।
২০ বার ভিউ হয়েছে