গাইবান্ধা প্রতিনিধি: ইবান্ধায় ৯ মাস পূর্বে কবরে দাফন হওয়া বৃদ্ধা নারী বাড়ি ফিরে আসার গুজব ছড়িয়ে পরার ২ দিনপর অবশেষে তার প্রকৃত পরিচয় মিলেছে। সে কবরে দাফন হওয়া ৭৫ বছর বয়সী বাছিরন বেগম নন। ৯২ বছর বয়সী ওই নারীর প্রকৃত নাম সেফালী সরদার। তিনি খুলনার দৌলতপুরের ঋষিপাড়ার বাসিন্দা। কিছুটা মানসিক ভারসম্যহীন ওই বৃদ্ধা পথ হারিয়ে গাইবান্ধায় আসেন। আজ শুক্রবার সেফালী সরদারের আশ্রিতা সুফিয়া বেগমের কাছে পুলিশ তাকে হস্তান্তর করে।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বিষয় টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানী পাড়ায় বাছিরন বেগম ৯মাস আগে বার্ধক্যজনিত কারনে মারা যান। আত্মীয় স্বজন ও এলাকাবাসি তাকে গাইবান্ধা পৌর গোস্থানে দাফনও করেন। হঠাৎ করেই ৩দিন আগে তিনি তার ছোট মেয়ে মাজেদা বেগমের বাড়ি সংলগ্ন গাইবান্ধা রেল স্টেশনে আসেন। তার চেহারা ও আচরণ মৃত বাছিরনের মতো জানতে পেরে গত বুধবার ১১ মে সকালে মাজেদা বেগম তাকে নিজ বাড়িরত নিয়ে আসে। এরপরই ঘটনা জানাজানি হলে শহর জুড়ে ব্যাপক গুজব ছড়িয়ে পরে। কৌতুহল উতসুক জনতা ওই বৃদ্ধ নারীকে দেখতে মাজেদা বেগমের বাড়িতে ভীর জমায়। পরে পুলিশ তাকে উদ্ধর করে সদর থানায় নিয়ে আসে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.