
গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ-২০১৪ এর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষাগুরু ও ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম আব্দুর রাজ্জাক আকন্দসহ প্রায়াত সকল শিক্ষকের স্মৃতির স্মরণে ২১ তম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এস,এস,সি ব্যাচ-২০১৪ এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় নির্ধারিত সময়ে ০১-০১ গোলে সমতা থাকায় ট্রাই ব্রেকারে এস,এস,সি ব্যাচ-২০১৪ ফুটবল দল ০৪-০২ গোলে এস,এস,সি ব্যাচ-২০০১ ফুটবল দলকে পরাজিত করে।
অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ ব্যবসায়ি ও শিল্প মালিক সমিতির সভাপতির ভাইস প্রেসিডেন্ট ও জে,পি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী একেএম রাহেনুল ইসলাম জুয়েল,বিশেষ অতিথি বিশিষ্ট ক্রীড়া অনুরাগী সোবহান সরকার ও সেনা অফিসার মাহিদ ফয়সাল জাহিদ। সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলকে ক্রেস্ট প্রদান করেন।