শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ-২০১৪ এর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ-২০১৪ এর আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষাগুরু ও ক্রীড়া ব্যক্তিত্ব মরহুম আব্দুর রাজ্জাক আকন্দসহ প্রায়াত সকল শিক্ষকের স্মৃতির স্মরণে ২১ তম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এস,এস,সি ব্যাচ-২০১৪ এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় নির্ধারিত সময়ে ০১-০১ গোলে সমতা থাকায় ট্রাই ব্রেকারে এস,এস,সি ব্যাচ-২০১৪ ফুটবল দল ০৪-০২ গোলে এস,এস,সি ব্যাচ-২০০১ ফুটবল দলকে পরাজিত করে।
অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ ব্যবসায়ি ও শিল্প মালিক সমিতির সভাপতির ভাইস প্রেসিডেন্ট ও জে,পি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী একেএম রাহেনুল ইসলাম জুয়েল,বিশেষ অতিথি বিশিষ্ট ক্রীড়া অনুরাগী সোবহান সরকার ও সেনা অফিসার মাহিদ ফয়সাল জাহিদ। সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলকে ক্রেস্ট প্রদান করেন।

১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS