
গাইবান্ধায় বাংলাদেশ বিশেষ বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তির জন্য করণীয় ঈদ পুর্নমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ বিশেষ বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তির জন্য করণীয় ঈদ পুর্নমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলার বিশেষ বিদ্যালয় সমূহের আয়োজনে শুক্রবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা মোঃ শেখ সামাদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াস রাজ, আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক মোঃ গাউছুল আজম, জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স টেনিং কলেজের অধ্যক্ষ সিমানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিমা খাতুন, ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক এ.কে.এম আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আকুল শেখ, সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন বাবু, রংপুর বিভাগের সমন্বয়ক জাহানারা আক্তার, প্রত্যয় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি এ.এইচ.এম সালেহ বেল্লাল, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, সুন্দরগঞ্জ শাখার জাহেদুল ইসলাম জাহিদ, সাদুল্লাপুর নিশ্চিতপুর প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি মোঃ আব্দুল বারী, করিম হাউলিদার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি এ.কে.এম মমিনুল হক হাউলিদার, মরিয়ম বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা বেগম প্রমুখ।
আলোচনার মধ্যে দিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজনে ঢাকা গিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে মর্মে ঘোষণা দিয় উপস্থিত সকল শিক্ষক, অতিথিবৃন্দরা শপথ বাক্য পাঠ করেন।
অনুষ্ঠান সঞ্চালন করেন রামচন্দ্রপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি রেজওয়ান আহমেদ।