রবিবার- ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

গাইবান্ধায় গাছের নিচে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধায় গাছের নিচে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি,  গাইবান্ধা সদর উপজেলায় আম গাছের চাপায় পড়ে আনাছ রহমান (১১) নামে এক শিশুর মৃত্য হয়েছে।  বৃহস্পতিবার (১০ এপ্রিল ) উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের সরকারতারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনাছ রহমান সরকারতারী গ্রামের আরিফুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, আরিফুর রহমান তার একটি আম গাছ বিক্রি করেন। সেই গাছটি কাটছিলেন ব্যাপারী। এসময়  গাছটি কাটা শেষ হলে মাটিতে পড়ার মুহূর্তে দৌঁড়ে আসেন আনাছ রহমান। এতে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গাছের নিচে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে প্রস্তুতি চলছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS