
গাংনীতে র্যাবের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

মেহের আমজাদ,মেহেরপুর ; মেহেরপুর জলার গাংনীতে র্যাবের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পলাশ আলী (৩০) গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের পুরাতনপাড়া ফারজেল হোসেনের ছেলে।
বুধবার ভোর রাতে র্যাব-৬ (গাংনী) ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার বামন্দীতে অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার করে। র্যাব এর দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রেফতারকৃত পলাশ আলী গাংনী থানার স্মারক নং- ৯০ এর এনজিআর -১০/২০ এর আদালতের পরোয়ানাভূক্ত পলাতক আসামী। পলাশকে গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত পলাশকে গতকাল বুধবার দুপুরে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।