
ক্রিকেটের ছোট ফরম্যাটে একধাপ এগিয়ে

ক্রিকেটের তিন ফরম্যাটের র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে টেস্ট এবং ওয়ানডেতে অপরিবর্তিত বাংলাদেশ দলের অবস্থান। তবে টি-টোয়েন্টিতে তাদের উন্নতি হয়েছে। ক্রিকেটের ছোট ফরম্যাটে একধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে মাহমুদউল্লাহর দল।
টি-টোয়েন্টি র্যাঙ্কিং হালনাগাদে ২০১৯ সালের মে থেকে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় রেখেছে আইসিসি (প্রথম দুই বছরের ৫০ শতাংশ এবং শেষ বছরের শতভাগ)। এই ফরম্যাটে দেশের মাটিতে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ এবং ড্র (১-১) করেছিল আফগানিস্তানের সঙ্গে। এতে দুই রেটিং পয়েন্ট বেড়ে টাইগারদের অর্জন এখন ২৩৩। এই তালিকায় ২৭০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে ভারত।
টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যথাক্রমে নবম ও সপ্তম স্থানে। এই দুই তালিকার শীর্ষ স্থানেও কোনো পরিবর্তন আসেনি। টেস্টে সেরা দল অস্ট্রেলিয়া, ওয়ানডেতে নিউজিল্যান্ড।
১৮ বার ভিউ হয়েছে