মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : দীর্ঘ ৩৩ মাস পর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রæপের নেতা-কর্মিদের সঙ্গে মতবিনিময়ন করেছেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
তিনি বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টারদিকে কোম্পানীগঞ্জের বসুরহাট ডাকবাংলোর হলরুমে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ঈদ প্রীতি পুর্নমিলনী অনুষ্ঠানে কাদের মির্জার প্রতিপক্ষ নেতাকর্র্মিদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছে কোন প্রেগ্রামে এটেন্ট না করতে। তারপরও আমি আপনাদের সামনে এসে দু’একটি কথা বলছি। তিনি আরোও বলেন, আমি যখন কোম্পানীগঞ্জে এসেছি আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমি খুব অচিরেই ঢাকা ডাকবো। দুই পক্ষকে নিয়ে বৈঠক করে আমি কোম্পনীগঞ্জর সমস্যার সমাধান করব। এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রম‚খ।
এর আগে নিজ নির্বচানী এলাকা কোম্পানীগঞ্জে আগমন উপলক্ষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা নিজ বাড়িতে সেতুমন্ত্রীকে বসুরহাট পৌরসভার পক্ষ থেকে বীর সম্মাননা ৭১ প্রদান করেন এবং দুপুরে প্রীতি ভোজের আয়োজন করেন।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.