শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

কুড়িগ্রামে বজ্রপাতে তিনজন আহত

কুড়িগ্রামে বজ্রপাতে তিনজন আহত

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ :  কুড়িগ্রামের উলিপুরে আকস্মিক বজ্রপাতে গোলাপী বেগম (৪২), নুরুল আমিন ক্বারী(৬৬) ও রাহেনা বেগম (৬৮) নামের তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পূর্ব দড়িচর গ্রামের নামারচর নামক স্থানে ওই তিন ব্যক্তি ধান শুকানোর সময় আকস্মিক শিলাবৃষ্টিসহ বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS