শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

কুড়িগ্রামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের  ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের  ফাইনাল খেলা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি  : কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের  চূড়ান্ত খেলা জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেয়েদের বিভাগে ভূরুঙ্গামারী একাদশ এবং ছেলেদের বিভাগে কুড়িগ্রাম পৌরসভা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উত্তেজনাপূর্ণ খেলায় কুড়িগ্রাম পৌরসভাকে ২-০ গোলে পরাজিত করে ভূরুঙ্গামারী উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে ভূরুঙ্গামারী দলের লাইজু খাতুন সেরা খেলোয়াড় এবং শিল্পী খাতুন ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। এছাড়াও ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হন পৌরসভা দলের খেলোয়ার কনিকা।
অপরদিকে ছেলেদের বিভাগে চিলমারী একাদশকে ৫-০ গোলের বিরাট ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম পৌরসভা একাদশ। চিলমারী একাদশকে রানারআপ হয়েই  মাঠ ছাড়তে হয়। টুর্নামেন্টে ছেলেদের বিভাগে কুড়িগ্রাম পৌরসভার খেলোয়াড় কামরুল সেরা খেলোয়াড় এবং আরমান ১২টি গোল দিয়ে সর্ব্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কার লাভ করেন। এছাড়াও ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন পৌরসভা দলের খেলোয়ার সুমন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিরেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, এডিশনাল পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেদুল হাসান, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপক শর্মা, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর প্রমুখ।।
১৪ বার ভিউ হয়েছে
0Shares