প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৫, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২২, ১২:৩৬ অপরাহ্ণ
কুুড়িগ্রামে ভোক্তা অধিকার অধিদফতরের বাজার তদারকি- ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ বাজার তদারকি কার্যক্রমের আওতায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে কুড়িগ্রাম শহরের ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রবিবার (২৪জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান জানান, অভিযান চলাকালে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো -১। পুরাতন থানা পাড়ায় অবস্থিত সুফিয়া অটো ফ্লাওয়ার মিলসকে ময়দার বস্তার গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ইত্যাদি না দেওয়ার অপরাধে ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
২।সাদ্দির মোড়ে অবস্থিত আহমদ ব্রাদার্সকে সারের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
৩।পুরাতন স্টেশন পাড়ায় অবস্থিত সাহা এন্ড কোংকে সারের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মোট ৩ টি প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও সয়াবিন তেলের মূল্য পরিস্থিতি এবং চার্জার ফ্যান, চার্জার লাইট প্রভৃতির মূল্য তদারকি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপু রায়, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি নাসির উদ্দীন, এএসআই আরিফ এর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের এই কর্মকর্তা।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.