শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

কুুড়িগ্রামে  ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জরিমানা

কুুড়িগ্রামে  ভোক্তা অধিকারের অভিযান: মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জরিমানা

বুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ   কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায়  অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২০ জুলাই ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকায় অবস্থিত সিফাত ট্রেডার্সে   অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এর মালিক মোঃ বজলুর রশীদকে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বাজেয়াপ্ত করা হয়।
অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন, ভুরুঙ্গামারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও ভুরুঙ্গামারী থানা পুলিশ।
অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS