শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

কুষ্টিয়া শহরের একটি গোডাউন থেকে ৪০ হাজার লিটার সয়াবিন তেল

কুষ্টিয়া শহরের একটি গোডাউন থেকে ৪০ হাজার লিটার সয়াবিন তেল

কুষ্টিয়া শহরের একটি গোডাউন থেকে ৪০ হাজার লিটার সয়াবিন তেল মজুত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে)  শহরের বড় বাজার ও পৌর বাজার এলাকায় ভোক্তা অধিকারের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল সাংবাদিকদের জানান, বড় বাজার এলাকায় মেসার্স ফুড প্রোডাক্টস নামের একটি গোডাউনে ৪০ হাজার লিটার সয়াবিন তেল পাওয়া যায়। বিপুল পরিমাণ এই তেল ক্রেতাদের কাছে বিক্রি না করে মজুত করে রাখা হয়েছিল। এ সময় তেল বিক্রি না করে মজুত করে রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, শহরের পৌর বাজারে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে মা স্টোরকে এক হাজার টাকা এবং বোতলের তেল ঢেলে খোলা হিসেবে অধিক মূল্যে বিক্রি করায় সবুজ সাথী স্টোরকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরীন, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
৫৬ বার ভিউ হয়েছে
0Shares