শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

কুমিল্লায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

কুমিল্লায় ঘর থেকে ডেকে নিয়ে মো. শুভ (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৬টায় জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত শুভ নগরীর আড়াইওয়া এলাকার জাকির হোসেনের ছেলে।

ওসি সহিদুর বলেন, শুভর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন আছে। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে।নিহতের বাবা জাকির হোসেন বলেন, কয়টা ছেলে এসে বিকালে শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ছেলেগুলোকে এর আগে আমি দেখিনি। তারা আমার অপরিচিত কিন্তু শুভ তাদের চিনতো। পরে সন্ধ্যার দিকে পালপাড়া ব্রিজের সামনে শুভকে কুপিয়ে আহত করেছে এমন খবর পেয়ে দৌড়ে যাই। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক বলেন সে মারা গেছে। আমার ছেলেকে যারাই ডেকে নিয়েছে, তারাই মেরেছে। এটা পূর্বপরিকল্পিত। আমি দেশের প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলে হত্যার বিচার চাই। কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

 

২৫ বার ভিউ হয়েছে
0Shares