শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

কুড়িগ্রামে বীর প্রতীক আব্দুল হাই গণগ্রন্থাগার পরিদর্শন

কুড়িগ্রামে বীর প্রতীক আব্দুল হাই গণগ্রন্থাগার পরিদর্শন

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা  : কুড়িগ্রামে বীর প্রতীক আব্দুল হাই গণগ্রন্থাগার পরিদর্শন করেছে ভ্রমণকন্যা ম্যাগাজিন পরিবারের সদস্যরা । গতকাল রবিবার কুড়িগ্রাম জেলা শহরের মুক্তারাম এলাকার বীরপ্রতীক আব্দুল হাই গণগ্রন্থাগার পরিদর্শনকালে ভ্রমণকন্যা ম্যাগাজিন পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন  টুম্পা প্রামানিক, হালিমা তুস সাদিয়া তানহা, অর্পিতা দেবনাথ, যয়নব খাতুন, ময়নুল হোসেন, শেখ এমরানুল হক জেনিস, মোঃ ইমাম হোসেন। এ সময় ভ্রমণকন্যা ম্যাগাজিন পরিবারের সদস্যরা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক আব্দুল হাই সরকার এর সাথে কুশল বিনিময় করেন। পরে ভ্রমণকন্যা ম্যাগাজিন এর একটি বিশেষ সংখ্যা বীর প্রতীকের হাতে তুলে দেয়া হয়।
১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS