রবিবার- ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

কুড়িগ্রামে বিকেএসপির  জেলা পর্যায়ে  খেলোয়াড় বাছাই কর্মসূচি অনুষ্ঠিত 

কুড়িগ্রামে বিকেএসপির  জেলা পর্যায়ে  খেলোয়াড় বাছাই কর্মসূচি অনুষ্ঠিত 

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি । কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি ৯ এপ্রিল বুধবার মজিদা আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । খেলোয়াড় বাছাই কর্মসূচি উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির ‘তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ প্রদান কার্যক্রম ২০২৫’ এর আওতায় প্রতিভাবান খেলোয়াড় বাছাই কার্যক্রম পরিচালনা করেন এস এম আসাদুল হক, কোচ (ক্রিকেট) মোহাম্মদ আলমগীর আলম, সিনিয়র কোচ (হকি) মোঃ জয়নাল আবেদীন, কোচ (এ্যাথলেটিক্স) রিয়াজ মাহমুদ রকি, কোচ (টেবিল টেনিস) সৈকত ভৌমিক, কোচ (ফুটবল) মোঃ জাহিদ হাসান, কোচ (শ্যুটিং) মোঃ আহসান হাবিব, কোচ (সাঁতার)মোঃ লিটন মাহামুদ, কোচ (বক্সিং)
মোঃ গোলাম সরোয়ার, কোচ (আর্চারি ) মোঃ মাহাবুব হোসেন, কোচ (ভলিবল ) । খেলোয়ার বাছাই  কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ । খেলোয়াড় নির্বাচন এবং প্রশিক্ষণ পদ্ধতি এ কার্যক্রমের অধীনে ২১টি ক্রীড়া বিভাগ, যথা: আর্চারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শ্যুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উত্ত, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০-১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিক্স, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১২ বৎসর বয়সী ছেলে এবং মেয়ে (বক্সিং ব্যতিত) খেলোয়াড় নির্বাচন করা হবে। নির্বাচিত খেলোয়াড়দের বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্ৰ সমূহে প্রথমে ১ মাস মেয়াদের ১টি এবং পরবর্তীতে ২ মাস মেয়াদের ১টি প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। খেলোয়াড়দের বয়স যাচাই, শারীরিক যোগ্যতা ও সংশ্লিষ্ট খেলার পারদর্শিতার বিষয়ে বাছাই পরীক্ষা সম্পন্ন করবেন।প্রাথমিক বাছাই পরীক্ষায় নির্বাচিত ১০০০ জন খেলোয়াড়কে বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে ১ মাস মেয়াদের প্রশিক্ষণ প্রদান করা হবে। ঘ) প্রথম পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণকারী ১০০০ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০০ জনকে বাছাই করে পুনরায় ২য় পর্যায়ে বিকেএসপিতে (ঢাকা) এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নিরবচ্ছিন্নভাবে ২ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক থাকা-খাওয়া, যাতায়াত ভাড়াসহ প্রয়োজনীয় ক্রীড়া সাজ-সরঞ্জাম প্রদান করা হবে। প্রশিক্ষণে সকল খেলোয়াড়দের সার্টিফিকেট প্রদান করা হবে।
এ ব্যাপারে গ্রামীন ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু  জানান , বিকেএসপির প্রতিভা অন্বেষণে খেলোয়াড় বাছাই কার্যক্রম খুবই প্রশংসনীয় । আমরা আশা করছি এর মাধ্যমে কুড়িগ্রাম জেলায় তৃণমূল থেকে অনেক খেলোয়াড় উঠে আসবে।
১১ বার ভিউ হয়েছে
0Shares