
কাশিনাথপুর-বেড়া মহাসড়কে ট্রাক থেকে গলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টোর:; বগুড়া মহাসড়কে কাশিনাথপুর-বেড়ার মহিসাকোলা নামক স্থানে একটি ট্রাক থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এখানকার নব নির্মিত ব্রিজের নির্মাণ কাজের স্থান থেকে গতরাতে (২৪ মে) লাশটি উদ্ধার করা হয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো ট ১৩-০৩৫৪
এলাকাবাসীর ভাষ্যমতে, বেশ কয়েকদিন যাবত ট্রাকটি রোডের উপর পরে ছিল। কিন্তু গতকাল সন্ধ্যায় ট্রাকটি থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা কাছে এসে ড্রাইভার এর সিটের পিছনে হাত-পা বাঁধা একটি গলিত লাশ দেখতে পায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৩ বছর। এতে কৌতুহলী লোকজনের সংখ্যা বৃদ্ধি পায় এবং প্রধান সড়কে জটলা সৃষ্টি হয়।
তারা স্থানীয় ইউপি সদস্য বাবুকে খবর দিলে ইউপি সদস্য স্থানীয় চাকলা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রশাসনকে অবহিত করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাঁথিয়া থানার এসআই বিধানচন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এরপর সাঁথিয়া থনার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া) কল্লোল সাহেব ঘটনাস্থলে ছুটে চলে আসেন। সাঁথিয়া থানার ওসি ট্রাকের বডিতে লেখা মালিকের নাম্বারে যোগাযোগ করেন। প্রাথমিক তথ্যে জানা যায়, ট্রাকের মালিকের নাম উদয় সাহা । তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ইনচার্জ জানান, অজ্ঞাত লাশের মৃত্যুর রহস্য সঠিক তদন্ত সাপেক্ষে উদঘাটন করা হবে।
৩০ বার ভিউ হয়েছে