শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

কালীগঞ্জে ৪২ হাজার ২৪ লিটার মজুদ করা সয়াবিন তেল উদ্ধার, ব্যবসায়ীকে অর্থদন্ড!

কালীগঞ্জে ৪২ হাজার ২৪ লিটার মজুদ করা সয়াবিন তেল উদ্ধার, ব্যবসায়ীকে অর্থদন্ড!

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ কালীগঞ্জ শহরের বিহারীমোড় নামক স্থানে আরএস অয়েল মিলের গোডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত  হয়েছে। এ অভিজানে গোডাউন মালিক কে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ অভিজান পরিচালিত হয়। এই অভিযানের সময়  ৪২ হাজার ২৪ লিটার  সয়াবিন তেল উদ্ধার করা হয়। এর মধ্যে ২০ হাজার ৬০৪ লিটার তেলের বৈধ কাগজপত্র নেই। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযুক্ত ব্যবসায়ীকে  ১৫ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়েছে। দোকানে সাধারন ক্রেতা তেল কিনতে গেলে তেল নাই বলে জানিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার দোকান মালিক প্রয়োজনিয় কাজে গোডাউন খুলে কাজ করার সময় স্থানীয় দেখে প্রশাসন কে গোপনে জানিয়ে দেয়।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS