শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

কালীগঞ্জে ইলেক্ট্রনিক্স ব্যবসার আড়ালে মাদক ব্যবসাল অপরাধে গ্রেপ্তার ২

কালীগঞ্জে ইলেক্ট্রনিক্স ব্যবসার আড়ালে মাদক ব্যবসাল অপরাধে গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোবার দুপুর ২ টার দিকে শহরের মহিলা কলেজ গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২ বোতলে অর্ধেক করে ফেনসিডিল ও ৫৩টি ফেনসিডিলের খালি বোতল, ৭ বোতল সিনামিন সিরাপ ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার আড়পাড়া এলাকার সামাদ হোসেনের ছেলে মাসুম বিল্লাহ রকি ও আংশিক বলিড়াপাড়া এলাকার শান্তি বিশ্বাসের ছেলে রাসেল হোসেন। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই এই দোকানে মাদক ব্যবসা হয়ে আসছিল। ভয়ে কেউ মুখ খুলতে পারে না। রাতে আশেপাশের দোকান বন্ধ হলেও মধ্যরাত পর্যন্ত দোকান খুলে রেখে মাদক কেনাবেচা করা হতো। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, দীর্ঘদিন ধরে ইলেক্ট্রনিক্স ব্যবসার আড়ালে তারা মাদক ব্যবসা করে আসছে এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তারা সম্পর্কে দুই ভাইরা ভাই। ফেনসিডিলের খালি বোতল, ২টিতে অর্ধেক করে ফেনসিডিল, ৫৩টি খালি বোতল, গাঁজা ও সিনামিন সিরাপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS