স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামে সুলতান মাহামুদ মিনি (৩৮) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পুলিশের সামনেই লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে বড় শিমলা গ্রামের হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত সুলতান মাহামুদ মিনি উপজেলার পুকুরিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে। সুলতান মাহামুদ মিনি জানান, বৃহস্পতিবার বিকালে রফিকুল ইসলাম নামে এক বন্ধুর বাগানে দুটি মোটর সাইকেলে ৪ জন লিচু খেতে যায়। এ সময় একটি মোটর সাইকেলে কালীগঞ্জ থানার ওসি তদন্ত নজরুল ইসলাম ভাই ও তার সাথে আরও এক পুলিশ সদস্য ছিলেন। লিচু খেয়ে ফিরে আসার পথে বড় শিমলা হাইস্কুলের সামনে কয়েকজন যুবক আমার মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় ৫/৬ জন লোহার রড ও গাছি দা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ও দুই হাত ও পা ভেঙ্গে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে যশোরে রেফার্ড করা হয়। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, বিকালে বড় শিমলা গ্রাম থেকে লিচু খেয়ে ফেরার পথে কয়েকজন সুলতান মাহামুদ মিনির মোটর সাইকেল এর গতিরোধ করে মারপিট করতে থাকে। প্রথমে ব্যাপারটা আমি বুঝে উঠতে পারিনি।এরপর যখন দেখি সত্যি সত্যি হামলার ঘটনা ঘটছে তখন মোটর সাইকেল থেকে নেমে পুলিশ পরিচয় দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম মোল্লা জানান, মারামারির ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আর কোনো অনাকাক্ষিত ঘটনা যেনো না ঘটে সে ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থায় আছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.