
কালিয়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ”থানায় মামলা আটক দুই

শরিফুল ইসলাম নড়াইল : নড়াইলের কালিয়ায় তৃতীয় শ্রেণীর মাদ্রাসা পড়–য়া এক ছাত্রী (১৩) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় (৩জুন) শুক্রবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে কালিয়া থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। আটককৃর্তরা হলেন উপজেলার বুড়িখালি গ্রামের গোলাম রসুল শেখের ছেলে নূর মোহাম্মদ ওরফে ইসলাম শেখ(১৯), মোঃ লাভলু মোল্যার ছেলে আশিক মোলা (২০), ও মোঃ শহিদুল গাজীর ছেলে মোঃ কালু গাজী (২১)। এদের মধ্যে নূর মোহাম্মদ শেখ ও আশিক মোল্যাকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী পেড়োলী ইউনিয়নের একটি মাদ্রাসার ছাত্রী ও একই ইউনিয়নের মাসুম মোল্যার মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮মে প্রতিবেশী আমিন শেখ এর বাড়িতে সুন্নাতে খাৎনা অনুষ্ঠানে ভুক্তভোগী ও তার মা ওই রাতে বেড়াতে গিয়েছিল। কিন্তু ভুক্তভোগী ওই কিশোরী বাড়ি ফেরার পথে ওই ৩জন তার ওড়না ছিনিয়ে নিয়ে মুখ চেপে বুড়িখালী নবগঙ্গা নদীর পূর্ব পাশের শান্ত প্রমানিকের পতিত জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং ধর্ষক নুর ইসলাম এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে তা ভাইরাল হয়। পরবর্তীতে ঘটনা পুলিশ জানতে পেরে বৃহস্পতিবার রাতে ইসলাম শেখ ও আশিক মোল্যা কে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনলে তারা ধর্ষণের ঘটনা স্বীকার করলে পরবর্তীতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতনুজ্জামান জানান, এ বিষয়ে (২জুন) বৃহস্পতিবার রাতে ওই গ্রামের মেম্বার থানায় ফোন করলে আমরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিম কে উদ্ধার করি এবং অভিযুক্ত ২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। তারা ধর্ষণের কথা স্বীকার করে। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।
কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন, গ্রেপ্তারকৃতদের কে নড়াইল আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।