শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

কালাইয়ে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

কালাইয়ে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মোহাইল গ্রামের কাবেজ উদ্দিনের ছেলে আমিরুল হোসেন (৩৫) ও পুনট নায়েব পাড়ার মৃত আকতার আলী মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (৪২)।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মোহাইল গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে নিজ শয়ন ঘরের সামনে থেকে ৩২টি ইয়াবা ট্যাবলেট ও ৪০০গ্রাম গাঁজাসহ আমিরুল হোসেনকে আটক করে। অপর একটি অভিযানে পুনট নায়েব পাড়া এলাকা থেকে গাঁজা সেবন অবস্থায় আনোয়ার হোসেনকে আটক করে।

কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
১০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS