কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন।
আজ শুক্রবার (১৩ মে) সকাল ৮টা থেকে উপজেলা শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহন শুরু হয়েছে, চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনে মোট ভোটার ২১৩৯ জন।ব্যালট পেপারের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। এই নির্বাচনে ১০টি পদের জন্য লড়ছেন মোট ২৮ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ২ জন, কার্যকরী সভাপতি ৩ জন, সহ-সভাপতি ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন,যুগ্ম সম্পাদক ২ জন, সহ সম্পাদক ২ জন,সাংগঠনিক সম্পাদক ২ জন, প্রচার সম্পাদক -৫ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ৪ জন।
(১) সভাপতি পদে- মোঃ তারা মিয়া (গরুর গাড়ি)মোঃ শামছু মিয়া(চাকা), (২) সাধারণ সম্পাদক পদে- মোঃ গোলাম হোসেন (হারিকেন), মোঃ রুহুল আমিন (ছাতা), (৩) কার্যকরী-সভাপতি পদে- মোঃ ওয়াফিছ উদ্দিন (কুড়াল), সবি রঞ্জন সাহা (মাছ), মোঃ ফরিদ আহাম্মদ (কাপ প্লেইট), (৪) সহ-সভাপতি পদে-মোঃ একদিল কলমাকান্দা উপজেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোটগ্রহন চলছে
মিয়া (চেয়ার),মোঃ সাজু আহম্মেদ (আম), মোঃ খলিলুর রহমান খলিল (ঘোড়া), (৫) যুগ্মসাধারণ সম্পাদক পদে-মোঃ নুরুজ্জামান(কলসি), মোঃ লোকমান হেকিম তালুকদার (হরিন), (৬) সহ-সাধারণ সম্পাদক পদে- মোঃ এরশাদ মিয়া (আনারস), মোঃ বাচ্চুু মিয়া (ফুটবল) (৭) সাংগঠনিক সম্পাদক পদে- মোঃ হুমায়ুন বিশ্বাস (তালা),মোঃ ফারুক মিয়া (বালতি)
(৮) প্রচার সম্পাদক পদে- মোঃশাহবাজ মিয়া(সিলিংফেন), মোঃ আলামিন(চশমা), মোঃ আনিছুজ্জামান মিলন (মোমবাতি),মোঃ সুলতান মিয়া (মোটরসাইকেল), মোঃ শফিকুল ইসলাম (ট্রাক), (৯) কোষাধক্ষ্য-মোঃ সুলতান মিয়া(মোরগ),শেখ মোঃ গোলাম মৌলা (ডাব), মোঃ জামাল মিয়া(দোয়াত কলম) ও (১০)দপ্তর সম্পাদক পদে-মোঃ খাইরুল ইসলাম (খাইরুল) (মই),মোঃ আবু কালাম (বটগাছ), আব্দুল হান্নান লালচু (দোয়েলপাখি), মোঃ সাজল মিয়া(মাইক)।
প্রধান নির্বাচন কমিশনার নেত্রকোণার জেলা মটরযান কর্মচারি ইউনিয়নের নেতা মো. শিবলী সাদিক প্রধান নির্বাচন কমিশন ও মো. তোফাজ্জল হোসেন দীপুকে নির্বাচন কমিশন দায়িত্বে আটজন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
প্রধান উপদেষ্টা : ড. সরকার মো.আবুল কালাম আজাদ,
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল,
নির্বাহী সম্পাদকঃ জিকরুল হক
ঢাকা অফিস- ২২, মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার, ফার্মগেট-১২১৫। ইমেইল-spnews17@gmail.com ০১৩১৪১৪৬৬৬২ রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
Copyright © 2025 Spnewsbd. All rights reserved.